মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে করতোয়ানদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেড়া ইউনিয়নের খেকি পাড়া গ্রামের মৃত নজিম উদ্দিনের পুত্র। আজ সোমবার (১৯ জুন) সকালে নদীতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান ও পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ আলী প্রতিদিনের মতো সোমবার সকালে করতোয়ানদীতে পাতানো কারেন্ট জাল দেখতে নদীতে যায়। রাত থেকে বৃষ্টি শুরু হলে সকালে জাল তুলতে যায় ইউসুফ আলী ।
এ সময় বজ্রপাতে করতোয়ানদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ইউসুফ আলী মারা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ।
৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম( রবি) এই তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন