স্টাফ রিপোর্টার।। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়।
তবে এই ঝড়ে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ সময় নিউজকে জানান, রাত ১১টায় পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার। জেলার বিভিন্ন স্থানে ঝড়ের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন