ঘন কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জালিয়ে যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। ঘটছে দুর্ঘটনাও। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর এলাকায় ট্রাক ও দূরপাল্লার একতা এন্টার প্রাইজের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের চালকসহ বাসের ৭ জন যাত্রীসহ আহত হয়েছেন। আহতরা হলেন ট্রাক চালক বগুড়ার আদমদিঘী উপজেলার সাইফুল ইসলাম (৪২), ট্রাকের সহকারী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার রাজু (৩২), বাসের যাত্রী সাথী আক্তার (২২), হারুন অর রহিদ (৩২), রুহানী (৫), মেহেরুন আক্তার (৪০) ও পলী আক্তার (১৯)। তাদের বাড়ি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকায়। আহতদের উদ্ধার করে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায় বুধবার সন্ধ্যা থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। তারপর কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। উত্তুরে বাতাসে জেঁকে বসেছে শীত। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরেই পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটেএদিকে দুপুরে তেঁতুলিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় শোভা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া এলাকার সফিজুল ইসলামের মেয়ে। দুপুরে মা আনোয়ারা বেগমের সাথে তেঁতুলিয়া বাজারে যায় শোভা। বাজারে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে শোভা। পরে গাড়ির চাকা তার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।