মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। শিমুল হক (৩০) নামে ওই ব্যক্তি শনিবার (২৬ জুন) বিকেলে রাস্তার সরকারি ৫টি ইউক্যালিপ্টার গাছ কেটে স্থানীয় বেলালের এক করাত কলে রেখেছিলেন। সে দেবনগড় ইউনিয়নের শিখগছ এলাকার মৃত আব্দুল গনির ছেলে শিমুল হক। সরেজমিনে গিয়ে দেখা যায় , শেখগছ এলাকার সরকারি রাস্তার দুই ধারে ইউক্যালিপ্টার লাগানো গাছগুলোর মধ্যে রাস্তার পশ্চিম পাশে ৫ টি ইউক্যালিপ্টার গাছ কেটে করাত কলে নিয়ে রাখে শিমুল হক। সরকারি রাস্তার গাছগুলি কাটা নিয়ে জানাজানি হলে স্থানীয়রা তেতুঁলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে খবর দিলে তাৎক্ষনিক দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে বেলালের করাত কল থেকে ৫ টি ইউক্যালিপ্টার গাছ জব্দ করে ভেনে তুলে তেতুলিয়া ভমি অফিসে জমা দেন। এদিকে শিমূল হক জানান, গাছগুলো সরকারি রাস্তা আছে এট সঠিক। ৫টি গাছ কেটেছি সত্য এই গাছ গুলো আমার বাবা বেচে থাকা কালিন তিনিই রাস্তার ধারে লাগিয়েছে। দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলী জানান তেতুঁলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আমাকে জানালে আমি স্থানীয় গ্রাম পুলিশ শেহের আলিকে দিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ করে তেতুঁলিয়া ভুমি অফিসে পাঠিয়েছি। এ বিষয়ে মুঠো ফোনে তেতুঁলিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক তিনি জানান খবর পেয়ে আমি দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলিকে দিয়ে ৫ টি ইউক্যালিপ্টার জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।