মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ে সদর উপজেলার ৬নং সাতমেরা ইউনিয়নে চেকরমারী বাজারে প্রকাশ্য মুক্তাঞ্চল উদয়ন স্পোর্টিং ক্লাব দ্বিতীয়বারের মতো, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি ও লুুুঙ্গী ঙ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় সময় পঞ্চগড়ে সদর উপজেলার ৬নং সাতমেরা ইউনিয়নে চেকরমারী বাজারে প্রকাশ্য দ্বিতীয়বারের মতো অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি ও লুুুঙ্গী বিতরণ করা হয়েছে। মুক্তাঞ্চল উদয়ন স্পোর্টিং ক্লাবে এসব বিতরণ করা হয়।
এসময় জনাব মোঃ মোকছেদুল রহমান জুয়েল অসহায়দের হাতে শাড়ি ও লুুুঙ্গী তুলে দেবার পূর্বে বলেন, বিপদের সময় অসহায় দুস্থ মানুষেন পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সকল অসহায়দের পাশে দাঁড়ানো সরকারের পক্ষে একা কিছুই করা সম্ভব হয় না।
সংগঠনের পক্ষ থেকে শতাধিক বিভিন্ন অসহায় শ্রেনীর মানুষের মাঝে শাড়ি ও লুুুঙ্গী তুলে দেয়া হয়।সভাপতিত্ব করেন, জনাব মোঃ মোকছেদুল রহমান জুয়েল সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাতমেরা ও সভাপতি মুক্তাঞ্চল উদয়ন স্পোর্টিং ক্লাব।