মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে এক ব্যাবসায়ি’র রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপির ঘাটিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সাবেক আমদানি রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আযম(৫০) এর নিজ বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়েছিল।
স্থানিয়রা আরও জানান, বাসায় কান্নাকাটির আওয়াজ শুনে আমরা অন্য পাশ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি বাসার মুল গেট বন্ধ ছিল ভিতর থেকে তারা দেখতে পায় তার পড়ে থাকা দেহ মাথার মগজ পড়ে ছিলো। ঘটনাস্থলে পঞ্চগড় জেলা সদর থানার পুলিশ, পিবিআই ও ডিবির’ লোকজন উপিস্থিথ ছিলো।
এবিষয়ে পঞ্চগড় জেলা সদর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম বলেন তার নিজ বেডরুমে লাশ টি দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি খুনের ঘটনা মাথায় আঘাত ছিলো। আমাদের স্পেশালাইজড টিম রয়েছে।পিবিআই রয়েছে। পরবর্তীতে আরও কোন তথ্য পেলে আমরা জানাবো।খুন হওয়া ব্যাক্তির স্ত্রী দুই পুএ সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে।