মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের শিশু রফিয়া বেগমের (৫)এর মৃত্যু হয়েছে। উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল ) গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ২নং হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, রফিয়া বেগম(৫)এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
রফিয়া বেগম, উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল ) গ্রামের আম কাঁঠাল বাজার সংলগ্ন এলাকার আব্বাস আলীর মেয়ে।
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, আজ রবিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে লিচু গাছের সাথে খেলা করছিল। কিন্তু সবার অজান্তে কখন যে পুকুরের পড়ে যায়, রফিয়া বেগম । বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। খেলার ছলে হয়তো রফিয়া বেগম, পড়ে গেছে।রফিয়া বেগম কে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রদীপ কুমার) রফিয়া বেগম( ৫)এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।