ঢাকাবুধবার , ৪ মে ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৪, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়ের সদর উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে.

আজ বুধবার বিকেলে জেলার সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিন জনেই ছাত্র৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়া বাড়ি থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে সড়কে ছিটকে পড়ে ৷ পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার মন্তব্য লিখুন