পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সমস্যা থাকায় গ্রামীণফোন মোবাইল টাওয়ার বসানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের জালাশী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডে মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক সমস্যা দ্রুত সমাধানের জন্য গ্রামীণফোন মোবাইল টাওয়ার বসানোর জোর দাবি জানান।
মানববন্ধনে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীপেন চন্দ্র, সামসুজ্জামান সাজু, নবীন বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য লিখুন