ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সব পশুর হাট বন্ধ ঘোষণা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ৪, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ে চলমান বিধিনিষেধের পাশাপাশি আগামী রোববার (৪ জুলাই) থেকে জেলার পশুর হাট গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় পশুর হাট গুলো বন্ধের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন ভাবেই পশুর হাট বসানো যাবে না বলে জানা গেছে।

তবে এর মাঝে যদি অনলাইনে কেউ গরু বিক্রির উদ্দ্যোগ নেয় তবে তাদের উৎসাহীত করা হবে।

আমিরুল ইসলাম জানান,পঞ্চগড়ে পশুর হাট বসায় মানুষের সুরক্ষার কথা চিন্তা করে জেলা প্রশাসনের সাথে কথা বলে পঞ্চগড়ের পশুর হাট গুলো রোববার থেকে বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে দুপুরে পঞ্চগড় সদর উপজেলা ভুমি অফিস কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, সহকারী কমিশনার ভুমি আমিনুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ,পঞ্চগড় রাজনগর গরু হাটের ইজারাদার মোশারফ হোসেন।