ঢাকারবিবার , ২৫ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পাটক্ষেতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২৫, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় উজ্জ্বল হোসেন(২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উজ্জ্বল হোসেন একই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ডিস নেটওয়ার্কের লাইনম্যানের কাজ করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিস নেটওয়ার্কের লাইনম্যানের কাজ করায় তিনি অনেক রাত করে বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডিপের ঘরের পাশে পাট ক্ষেতে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মো. জনি জানান, কিছুদিন আগেও পাশ্ববর্তী এলাকার পুকুরে মসজিদের এক মোয়াজ্জিনের হাত পা বাঁধা মরদেহ পাওয়া গেছে। তিনি এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। তবে কি কারণে এমন হত্যাকাণ্ড বা কারা এ ঘটনার সাথে জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন