মো: ইয়াছিন আলী শেখ পাবনা জেলা প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার সকাল সাতদিন সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় তৃতীয় দিনে পাবনার ঈশ্বরদীতেও চলছে সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’।
রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচল করছে। তবে বিনা প্রয়োজনে কেউ বাইরে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি র্যাব, চার প্লাটুন বিজিবি ও সেনা বাহিনী টহলে রয়েছে।
শনিবার বেলা ১২ টায় পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান, ঈশ্বরদীর ইউ এন ও পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও( ডি এস বি), স্নিগ্ধ আক্তার, ঈশ্বরদী-আটঘরিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান,
সহ প্রশাসনিকর সকল কর্মকর্তা ঈশ্বরদী ও দাশুড়িয়ার গুরুত্ব পূণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিথি মানার কথা বলেন।