রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইমামগনের সহিত সন্ত্রাস ও জঙ্গীবাদের অপতৎপরতা, করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলার ইমামগনের সহিত সন্ত্রাস ও জঙ্গীবাদের অপতৎপরতা, করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের উন্নয়নের রুপকার,
সাবেক সফল মন্ত্রী, সাতবারের লাগাতার সংসদ সদস্য,
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাশিদ কায়সার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার সংগ্রামী সফল সভাপতি, আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন( মমিন),উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম ও মোয়াজ্জেম গন।