রুবেল চৌধুরী,পার্বতীপুর।। হাড় কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্যে ঝুঁকে পড়েছেন দিনাজপুরের কৃষক।
ভোর থেকে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন কৃষক বা শ্রমিকরা,
পাশাপাশি কৃষক বোরো ধানের জন্যে প্রস্তুুত করছেন জমি।
ভোর থেকে শুরু সন্ধা পর্যন্ত ট্রাক্টর বা গরুর লাঙ্গল দিয়ে বোরো জমি চাষের জন্য হাল চাষ করছেন কৃষক।
৭ নং মোস্তফাপুরের ইউনিয়নের কৃষি উপসহকারী অফিসার মোঃ আলিনুর সরকার বলেন ২৬শ
হেক্টর বোরো ধান জমিতে রোপন করা হবে।
আগাম চারা রোপন করার ক্ষেতে ফসল ভাল উৎপাদন হয়।
আর সারি সারি করে রোপন করার ফলে পরবর্তী পরিচর্যার বেশ সস্তি মিলে।
এছাড়াও ক্ষেতে রোগবালাই কম হওয়ায় ফসলের থেকে ২০ ভাগ ফসল উৎপাদন বেশি হয়ে থাকে।
এ বিষয়ে পার্বতী কৃষি উপসহকারী অফিসার
মোঃ আবু সুফিয়ান জানান পার্বতীপুরে ২১,৩৭৯ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।