ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পায়ের ব্যান্ডেজে মিললো ৪৮ বোতল ফেনসিডিল

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১১, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।। ডান পায়ে ব্যান্ডেজ নিয়ে প্রাইভেটকারের সিটে হেলান দিয়ে বসে ছিলেন যুবকটি। গাড়ির কাছে পুলিশের উপস্থিতি দেখেই চেহারায় স্পষ্ট হয় ভীতির ছাপ। এসময় সন্দেহ হলে পুলিশ তাকে জিঙ্গাসাবাদ শুরু করে পুলিশ। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে পায়ের ব্যান্ডেজের ভেতর পাওয়া যায় ৪৮ বোতল ফেনসিডিল।

বৃহস্পতিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইলে এই ঘটনা ঘটে। এসময় জামাল হোসেন (৪৫) ছাড়াও তার গাড়িচালক আজিজুল ইসলামকে আটক করে পুলিশ। জব্দ করা হয় প্রাইভেটকারটি।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, জামালের পায়ের ব্যান্ডেজটা স্বাভাবিকের চেয়ে অধিক মোটা ছিল। তিনি পঙ্গু সেজে দীর্ঘদিন মাদক বহনের কাজ করছেন বলে জিঙ্গাসাবাদে স্বীকার করেন। তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, আটক জামালকে বৃহস্পতিবার বিকেলে যশোর আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা। প্রাইভেটকার চালক আজিজুলের বাড়ি শার্শার কাজিরবেড় গ্রামে।

আপনার মন্তব্য লিখুন