ঢাকারবিবার , ৫ জুন ২০২২
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পিছু ছাড়ছে না অভাব, দারিদ্র্যসীমার নিচে বাস করছে কুড়িগ্রামের ৭০ শতাংশ মানুষ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৫, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ দারিদ্র্য যেন পিছু ছাড়ছে না কুড়িগ্রামের। জেলার প্রায় ৭০ শতাংশ মানুষের বাস দারিদ্র্যসীমার নিচে। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে চররাজিবপুর উপজেলা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যমতে এটিই দেশের দরিদ্রতম উপজেলা।

মঙ্গা নির্মূল হলেও, দারিদ্র্য দূর হয়নি কুড়িগ্রামের। জরিপে জেলাটির গড় দারিদ্র্য ৭০.৮ ভাগ। নয়টি উপজেলার আটটি এই সংখ্যার কাছাকাছি হলেও, সবচেয়ে খারাপ অবস্থানে চররাজিবপুর। উপজেলাটির ৭৯.৮ শতাংশ মানুষই অতিদরিদ্র।

পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যের সাথে একমত হয়ে সহমত হয়ে চররাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো জানালেন, শিল্পকারখানা নেই, তাই কৃষিনির্ভর এখানকার বাসিন্দারা। কখনও বন্যা, কখনও খরায় হয় ফসল, নদী ভাঙনে বছর বছর ঘরছাড়া হয় হাজারও পরিবার।

তবে জেলা সদরের সাথে ব্রহ্মপুত্র নদ দিয়ে বিচ্ছিন্ন চরররাজিবপুরের তিন ইউনিয়নের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার চক্রবর্তী।

চলতি বছর পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যের জরিপ করা হয়েছিল ২০১৬ সালে। করোনার পর দারিদ্র্যের হার আরও বেড়েছে বলেই ধারণা সংশ্লিষ্টদের।