আনিসুর রহমান,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর দ্বিতীয় পুত্র মোঃ ইসমাইল হোসেন বাবু(৩০) পুকুরে মাছ ধরতে গিয়ে পা পিছলে পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
ঘটনা সুত্রে জানা যায়,(৫ ডিসেম্বর) রবিবার সকাল ৮.৩০ঘটিকায় দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতে নামে, ছোট ভাই মোঃ জুয়েল হোসেন পুকুরে থাকে ও বড় ভাই পুকুর থেকে উঠতে গিয়ে পা পিছলে পানি উত্তোলনের মোটরের উপর পড়ে গেলে সেখানে অরক্ষিত অবস্থায় একটি বৈদ্যুতিক মোটরের লাইনের সংযোগে হাত পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দারা ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষায় মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় প্রতিবেশী আব্দুল খালেক, মনির হোসেন জানান, অসতর্কতাবশত পানি উঠানোর মোটর যে সাইডে ছিল ওই সাইড দিয়ে উপরে উঠার সময় পুকুর পাড়ে পিছলে পড়ে যাওয়া কালে মোটর ধরে সাহায্য নিতে চাইছিল বলে মনে হয়, আর সেখানে বৈদ্যুতিক সংযোগ অরক্ষিত থাকা একটি তারের মাথায় হাত লেগে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ নিয়ে এসে বাড়িতে স্থানীয় নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাবেক চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন সানোয়ার এর উপস্থিতিতে সদর থানা থেকে আসা পুলিশ লাশ দাফনের অনুমতি দেয় বলে জানান বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ ।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলমগীর হোসেন বলেন, থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীয় চেয়ারম্যান এর উপস্থিতিতে লাশ দাফনের অনুমতি দিয়ে আসা হয়েছে।