আরো এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ আরো ৭ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের সকল কার্যক্রম আরো ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আরব নিউজ।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাত দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আরো সাত দিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।
নতুন নিষেধাজ্ঞার ফলে যারা (বাংলাদেশি যাত্রী) আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন।