পুলিশ অভিযুক্ত আতোয়ার রহমানকে আটক করেছে
গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতোয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আতোয়ার উপজেলার রতনপুর রহমানীয়া মাদ্রাসার সহকারী সুপার।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।
ওসি বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েই শনিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত আতোয়ার রহমানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার সহকারী সুপার আতোয়ার রহমান দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই শিশুটিকে বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটির আচরণে অস্বাভাবিকতা পরিলক্ষিত হওয়ায় পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ অভিযুক্ত আতোয়ার রহমানকে আটক করে।
অভিযুক্ত আতোয়ার রহমানের কঠোর শাস্তির দাবি জানান তারা।