প্রতিঘাত নয়
মুহিবুর রহমান মুহিব
ধরার বুকে থাকতে সুখে
সদা নিয়ম মানো ভাই,
নিয়ম ছাড়া শহর পাড়া
সব আঁধারে ঢাকে তাই।
অন্যের ভুলের বদলা নিতে
ভাঙো তাদের বাঁধা ঘর,
নিজের জীবন গড়তে গিয়ে
করো আপন জনকে পর।
নানান ছলে আঘাত করো
এটি কেমন বিচার হয়?
আঘাত দিলে আঘাত পাবে
সকল জ্ঞানী জনে কয়।
প্রতিঘাত সব জন্মায় ঘৃণা
জ্ঞানীর মুখে শুনতে পাই,
ভালো কিছু শিখতে চলো
বিজ্ঞ কারোর কাছে যাই।
ভেবো না যে সাধু তুমি
ছাড়ো এসব গর্ব আজ,
গর্ব করলে শেষ বিচারে
তুমি পাবে ভীষণ লাজ।