ঢাকারবিবার , ৩ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী কিশোরীকে কম্বল দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৩, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় বখাটে সিরাজুল ইসলাম সিরাজের (২৮) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় করা অভিযোগের বরাদ দিয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ থেকে কম্বল এনে দেয়ার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেন প্রতিবেশী সিরাজ। পরে তাকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সিরাজ পালিয়ে যান।

ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শেখেরহাট এলাকা থেকে সিরাজকে গ্রেফতার করে। রোববার (৩ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন