মোঃইব্রাহিম আলী (বড়াইগ্রাম)নাটোর।। নাটোর জেলার ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীতে এক নারী সেনা কর্মকর্তা প্রথমবারের মতো সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানা যায়,মেজর জেনারেল পাশা আজ বৃহস্পতিবার সন্ধ্যা বাহিনীর পদোন্নতি পাওয়া দীর্ঘমেয়াদি কোর্সের এই কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ।এরই অংশ হিসেবে ৫২তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু নিয়োগপ্রাপ্ত এই নারী কর্মকর্তারা এরই মধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন।
এই সক্ষমতার অংশ হিসেবে আজ এই নারী কর্মকর্তাকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। উল্লেখ্য আরও জানা যায় যে;এই গর্বিত সেনাবাহিনীর নারী কর্মকর্তা সামিরা আকতার নাটোর জেলার, বড়াইগ্রাম উপজেলার, গড়মাটি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মৃত জনাব আব্দুস ছাত্তার সরকার ও রত্নাগর্ভা হাজেরা খাতুনের কন্যাদের মধ্যে ৮ম রত্ন