ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থী পছন্দ না হওয়ায় রেললাইনে বিজেপি নেতার আত্মহত্যা চেষ্টা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৬, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক প্রতিবেদক।। বিধানসভার ভোটকে সামনে রেখে অনেকটা উতপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী দলগুলো ক্ষোভ ঝাড়ছে। এরমধ্যে প্রার্থী পছন্দ না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন এক বিজেপি নেতা।

সোমবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি বাংলার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার আত্মহত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় চারিদিকে।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখার্জী সোমবার সকালে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারণ প্রার্থীকে পছন্দ হয়নি তার।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আত্মহত্যার চেষ্টা করা ওই বিজেপি নেতা নিরুপম মুখার্জীর অভিযোগ সাংসদ লকেট চ্যাটার্জী কোনো স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে তোয়াক্কা না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখতে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা।
তবে কেউ যে একেবারে আত্মহত্যা করার চেষ্টা করবেন তা কেউ ভাবতে পারেনি। রেললাইনে গিয়ে নিরুপম আত্মহত্যার চেষ্টা করলে দলীয় কর্মীরা সেসময় তাকে বাধা দেয়।

উল্লেখ্য, রোববার বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষিত হতেই দল ছাড়েন শোভন-বৈশাখী জুটি। যা নিয়ে কোন্দল দেখা দিয়েছে।