ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের হাত ধরে পালানোর ১৬ দিন পর কিশোরী প্রেমিকা উদ্ধার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

১৬ দিন আগে প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন প্রিয়াংকা মণ্ডল। তবে বাবার দায়ের করা অপহরণ মামলার ভুক্তভোগী হিসেবে তাকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) রাতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে জবানবন্দি নেয়ার জন্য তাকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

প্রিয়াংকা মণ্ডল (১৬) সাতক্ষীরার দেবহাটা থানার টিকেট পূর্বপাড়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে।
প্রেমিক উদয় দাস (২৭) পাটকেলঘাটা থানার শার্শা উত্তরপাড়া গ্রামের সুজিত দাসের ছেলে।
১৭ ডিসেম্বর প্রেমিক উদয় দাসের সঙ্গে পালিয়ে যান প্রিয়াংকা মন্ডল। ২১ ডিসেম্বর প্রিয়াংকার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল প্রেমিক উদয়সহ চারজনকে আসামি করে দেবহাটা থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- পাটকেলঘাটা থানার শার্শা উত্তরপাড়া গ্রামের সুজিত দাসের ছেলে উদয় দাস (২৭), তার ভাই মনি শংকর দাস (৩০), চাচা গোবিন্দ দাস (৪৭) ও ফুফাতো ভাই মির্জাপুর গ্রামের পঞ্চানন দাসের ছেলে পলাশ দাস (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসিফ জানান, প্রেমের সূত্রে তারা পালিয়ে যান। এদিকে মেয়েটির বাবা থানায় অপহরণ মামলা করেন।

মামলায় তিন ও চার নং আসামিকে ২২ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল। তারা কারাগারে রয়েছেন।
শুক্রবার রাতে মামলার ভুক্তভোগী প্রিয়াংকাকে উদ্ধার করা হয়েছে। তবে উদয় দাস পলাতক রয়েছেন। মেয়েটি নবম শ্রেণির ছাত্রী।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছেন উদয় দাস তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অপহরণ মামলার ভুক্তভোগী প্রিয়াংকাকে উদ্ধার করে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন