ফাগুন এসেছে
শংকরী সাহা
চারিদিকে আজ ফাগুনের সাজ
রাঙা রাঙা ফুল ডালে,
বাগানের ফুলে প্রজাপতি দোলে
অলিরা নাচছে তালে।
ফাগুন এসেছে আগুন লেগেছে
শিমুল পলাশ বনে,
আবির ঢেলেছে ভোরের আকাশে
বিধাতা আপন মনে।
বনবীথি সাজে নব পল্লবে
ভ্রমর করছে খেলা,
প্রেমের রঙেতে রাঙিয়েছে মন
এসেছে ফাগুন বেলা।
বসন্ত কালে কোকিলের গানে
মনেতে যে রঙ লাগে,
মৌমাছিরা গুঞ্জরিয়া যায়
ওই কুসুমের বাগে।
রঙের খেলায় মাতবে সবাই
সকল বিভেদ ভুলে,
আবির রঙের রঙিন দোলায়
দোলবে মানব কুলে।
আপনার মন্তব্য লিখুন