রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার | দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার( ভূমি) কানিজ আফরোজ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,ইউপি চেয়ারম্যানগন,
ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি লিমন হায়দার,ফুলবাড়ী বার্তা প্রকাশক তাজমিলুর রহমান নয়ন, আনন্দ টিভি প্রতিনিধি হারুনুর রশিদ, মাই টিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টো,কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এই বিশেষ সভায় করোনা মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে,আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাত্রি ৮টার মধ্যে হাট-বাজার সহ সব ধরনের দোকানপাট বন্ধ করতে হবে। ব্যাপক আকারে সচেতনতা বৃদ্ধির জন্য স্ব – স্ব ইউপি চেয়ারম্যান গন মাইকিং করবেন। উপজেলার প্রত্যেকটি মসজিদের ইমামগণ সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি নির্দেশনা প্রচার করবেন।