রাকিব হোসেন, ফেনী।। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন থেকে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ( ১৭ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে আটক করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর দাগনভূঞা-নোয়াখালীগামী সড়কের জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ছিনতাইকারী পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করছে।
বিষয়টি জানতে পেরে র্যাব-৭ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়ীর মো. জহির আহম্মদের ছেলে মো. সাখাওয়াত হোসেন শিবু (২০) ও মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (১৮) কে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল ও ছিনতাইকৃত নগদ ৭শ টাকা উদ্ধার করা হয়।
তারপর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।