রাকিব হোসেন, ফেনী | প্রাইভেটে ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগে শাহ আলম নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।
তিনি বলেন, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলুল আহাম্মেদ আদর দীর্ঘদিন ধরে একই স্কুলের শিক্ষক শাহ আলমের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়ছিলেন। সোমবার (৫ জুলাই) সকাল নয়টা প্রাইভেট ওই শিক্ষকের বাসায় যায়। প্রাইভেটের অঙ্ক পারায় শাহ আলম তাকে বেত দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে বাসায় গিয়ে আদর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনায় সোমবার রাতে ছেলেকে মারধরের অভিযোগে ফেনী মডেল থানায় মামলা করেন আদরের বাবা সেলিম উদ্দিন।