ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বিয়ের প্রভোলন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ,আটক দেবর

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

দাগনভূঞা প্রতিনিধি।। ফেনীর দাগনভূঞায় উপজেলায় বিয়ের প্রভোলন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম (৩৯) এর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলমকে আসামিকে করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নারী। থানায় মামলা দায়ের করার পরপরই ধর্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত বখাটে জাহাঙ্গীর আলম উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মোনু মেম্বারের বাড়ী আব্দুল মালেকের ছেলে।ওই নারী (৪৪) দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের বাসিন্দা।

ভিকটিম বলেন, স্বামীর মৃত্যুর পর আমার চাচাতো দেবর প্রবাসে থাকাকালীন আমার ফোন নম্বর সংগ্রহ করে প্রতিনিয়ত ফোন করতো।
তার কথা আশ্বস্ত হয়ে রীতিমতো মোবাইল ফোনে কথা বার্তা বলতে থাকি।

বিগত ২ মাস পূর্বে বখাটে বাংলাদেশে এসে গোপনে কয়েকবার আমার ঘরে আসে এবং বিয়ের প্রলোভন দেখায়।

বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

গত ১৪ তারিখ রাত ৯টার সময় আমার ঘরে কেউ না থাকার সুযোগে আমার শয়নক্ষে এসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষক করে।

একপর্যায়ে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সুকৌশলে পালিয়ে যায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আসামীকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন