রাকিব হোসেন, ফেনী।। ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লাগিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সালাউদ্দিন অনিক। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলকার বাসিন্দা।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে তার ৭ জন বন্ধুকে নিয়ে বাইকে করে রাঙামাটি উদ্দেশ্যে যাচ্ছিল। সঙ্গে তার পরিবারের সদস্যরা প্রাইভেটকারে যাচ্ছিল। সিলোনিয়াতে পৌঁছালে অনিক মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।