রাকিব হোসেন, ফেনী | ফেনীর সোনাগাজীতে এনজিও সংস্থা ব্র্যাক’র এক কর্মকর্তাকে প্রেমের ফাঁদে পেলে বাসায় ডেকে নিয়ে ভিডিও ধারণ করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫জুলাই) বিকেলে পৌরসভার প্রাইমারী এলাকায় এই ঘটনা ঘটে। মো: ইয়াসিন নামের ওই কর্মকতা ব্র্যাক এনজিও সংস্থায় কর্মসূচী সংগঠক হিসেবে দায়িত্বরত আছেন। তার বাড়ী নোয়াখালীর হাতিয়া উপজেলায়। এঘটনায় ওই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই এনজিও কর্মকতা প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, ঋণ নেয়ার সুবাধে যমুনা রানী নামক ওই নারীর সাথে পরিচয় হয়। এরপর মুঠোফোনের মাধ্যমে বেশকয়েকবার কথাবার্তা হয়। সোমবার ওই নারী কৌশলে তাকে বাসায় ডেকে নেয়। বাসায় গেলে তার স্বামী দিপু দাশ ও অন্তর চন্দ্র দাশ নামের একজন গোপনে ভিডিও ধারণ করে। এরপর তাকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে, সাথে থাকা ১০ হাজার টাকা নগদে ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা দেয়ার বিনিময়ে ছাড়া পায়।
এঘটনায় ওই এনজিও কর্মকতা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ করেন। পরবর্তীতে তার অভিযোগের সূত্র ধরে পুলিশ ওই নারী সহ তিনজনকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকী আসামীদেরও গ্রেফতারের চেস্টা চলছে।