প্রতিদিনের বাংলাদেশ | কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী পরিবহণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
সরকার কঠোর লকডাউন আরোপ করার পরও নানা কৌশলে ফেরি ব্যবহার করে নদী পার হচ্ছিলেন মানুষ। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছিল। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল নৌপরিবহণ মন্ত্রণালয়।
আপনার মন্তব্য লিখুন