টাংগাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নিরালা মোড়ে ২০ তারিখ রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, বক্তব্য রাখেন জামিলুর রহমান মিরন মেয়র টাঙ্গাইল পৌরসভা,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত করছে ও তারাই ভাস্কর্য ভাংচুর করেছে। ভাস্কর্য যারা ভাংচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষক নেতারা।অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।