ঢাকামঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বছর ঘুরে আবারো ঘরে ঘরে জান্নাতি পরিবেশ শুরু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ১৩, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান।। রমজান মাস। মুসলিম বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এক মাস। সারা বিশ্বে মুসলমানদের মাঝে এই মাসকে বরণ এবং উৎযাপন নিয়ে প্রচলিত আছে নানা উৎসব। পবিত্র কুরআন নাযিলের এই মাসকে ঘিরে ধর্মীয় আবেগের পাশাপাশি মুসলমানদের আনন্দও থাকে অনেক বেশি।

খ্রিস্টীয় ৬১০ সাল থেকে ইসলামের অন্যতম ফরয পালনের এই মাস উদযাপিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের এক দারুণ মিশ্রণের মধ্য দিয়ে। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজ নিজ জায়গা থেকে এই পবিত্র রমযান মাসকে পালন করেন নিজ নিজ ঐতিহ্যের সবটুকু উজার করে।তারি ধারাবাহিকতায়,কুড়িগ্রামের রাজারহাটে ঘরে ঘরে জান্নাতি পরিবেশে শুরু,মুমিনের পবিত্র মাহে রমজান। মঙ্গলবার ( ১৩এপ্রিল ) পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে ইনশাআল্লাহ। যদিও মহামারি করোনাভাইরাসের কারণে রাজারহাট উপজেলাবাসী উদ্বেগ-উৎকণ্ঠায় সময় অতিবাহিত করছে। তারপরও উপজেলার সকল মুসলিম উম্মাহ রমজানকে স্বাগত জানানোর জন্য অধির আগ্রহের অপেক্ষায়।
অধির আগ্রহে অপেক্ষা করছেন মুমিন মুসলমান এ মাসে রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভের আশায়। আল্লাহ তাআলার একান্ত সন্তুষ্টি ও সান্নিধ্য পাওয়ার মাস রমজান। রমজান সিয়াম সাধনার মাস। সব গোনাহ থেকে মুক্তি পাওয়ার মাস।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সন্ধ্যা থেকেই শুরু হবে রমজান মাস। রমজানের বিশেষ ইবাদত তারাবিহ পড়বে মুমিন মুসলমান। বুধবার প্রথম রোজা পালন করবো আমরা। রমজানের শুরু থেকেই আমরা তার অফুরন্ত রহমত লাভে ধন্য হওয়ায় মনোযোগী হবো। তার রহমতে নিজেদের জড়িয়ে নেয়ার প্রার্থনা করবো। আল্লাহর রহমতের বারিধারায় সিক্ত হবে মুমিনের অন্তর। রহমতের সুধা পান করে তৃষ্ণা মেটাবে মুমিন।

রমজান লাভে রজব-শাবানের দোয়া ও আল্লাহর রহমতে যেহেতু এ পবিত্র মাসটি আমরা পেয়েছি, তাই রমজানের ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভে সৌভাগ্যবান হওয়ার চেষ্টা করি। এ কথা ভেবে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে, এমন অনেকেই রমজানের অপেক্ষা ও আশায় ছিল যারা আজ বেঁচে নেই। চলে গেছেন না ফেরার দেশে। ওপারের জীবনের সুন্দর ভুবনে। আল্লাহ তাদের কবরে রমজানের জান্নাতি পরিবেশ তৈরি করে দিন।
তারপরও আমাদের অনেকেই এমন আছেন, যারা রমজানের এ রহমতের সময়ও ইবাদত-বন্দেগি থেকে গাফেল। অন্যান্য মাসের মতই এই পবিত্র মাসটিকে হেলায় কাটিয়ে দেয়। এ ভুলটি যেন আর না হয়।

রাহমানুর রাহিম, হে আল্লাহ! কুরআন নাজিলের এ মাসকে আমাদের জন্য কুরআনের আলোয় আলোকিত করে দিন। গোটা বিশ্বকে মহামারি করোনাসহ সব বালা-মুসিবত থেকে মুক্তি দিন। আমিন।

লেখক:-
কলমসৈনিক:আনিসুর রহমান,কুড়িগ্রাম।

আপনার মন্তব্য লিখুন