ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বড্ড অবেলা আজ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৭, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বড্ড অবেলা আজ।
মোঃ হাবিবুল হক।

বড্ড অবেলা আজ,
নিরালা নিঃসঙ্গতায় বসে ভাবি ঠিক ন্যাড়া বট বৃক্ষের মত,
সময় চলে যায় সময়েরই নিয়মে আগামীর পথে,
বেঁধে রাখা যায় না কোন কিছুই আপন বাঁধনে,
দুরন্ত সময়ের লাগামহীন গতির বেপরোয়া আধিক্য,
পরাস্ত করেছে জীবনের সব আকাঙ্খা গুলো এক এক করে,
স্বপ্ন গুলোকে এক এক করে মরে যেতে দেখি,
চোখেরই সামনে কতটাই নিষ্ঠুর নিষ্পেষণে, কতখানি যন্ত্রণায়,
বাক্ রুদ্ধ হয়ে শুধু দেখে গেছি জীবনের এক একটি ভাঙ্গন।

চারিদিকে আজ ভ্রান্ত মত আর পথের দর্শনের ঝিলমিল হাওয়া,
সত্য সুন্দর বাহারি মোড়ক অভ্যন্তরে কতই না কুৎসিত বোধ,
কিছুটা অনাদরে, কিছু মিথ্যা জাত-পাতের অহমিকায়,
আবার হামবড়া ভাবে, কখনো আত্ম বিচারের রায় চাপিয়ে দিয়ে,
কখনও যার যার নিজ ক্ষমতা দাম্ভিকতায় –
যে যে ভাবে পারে লেহন আর দহন করে সাধারণের সৎ ইচ্ছেকে,
আজ সবাই অসহায় দেখলে ঘাপটি মেরে থাকে,
পাশে গিয়ে কেউ নেই মাথায় হাত রাখে,
সবাই শক্তপোক্ত খুঁটির কাছে করে আত্ম সর্মাপন, করে নিজেকে বলিদান,
এ একই চিত্র পরিবার থেকে সংসারে, তারপর তা বিস্তৃত দেশ থেকে দেশান্তরে,
দুঃস্থের দুঃস্থিত জীবন তার কপালে লেপে দেয় স্বপ্ন ভাঙ্গার কালিমা,
না পাবার দীর্ঘশ্বাসের সীলমোহর বন্দি হৃদয় আক্ষেপ,
তুষের আগুনের মতো আত্ম জ্বলনে জ্বলে একসময় নির্বাক ছাই,
বড্ড অবেলা আজ, কলি কালের রাহু গ্রাসে গোগ্রাসী সব।

আমাকে ভালোবেসে ভুল হয়নি কোনো তোমার,
যদিও তোমার মতো, এটা আমারও মত
ঐ যে যারা ছোট বড় জাত পাতের বিচ্ছেদে সদা ব্যস্ত,
নিজের সুবিধা আর অসুবিধার বিবেচনায় সুফী সাধক বনেদী,
যারা আইন তৈরি করে ঘরে বসে বা শীতাতপ নিয়ন্ত্রিত সভা কক্ষে,
তাদের দৃষ্টিতে এ ভালোবাসার নাম হবে অনাচার, অবৈধ,
তাইতো বলছি বড্ড অবেলায় আজ আমাদের দেখা,
ভালোবেসে তুমি শুধু পাবে হৃদয় গহীনে প্লাবনের জলোচ্ছাস,
আর পাবে নিজেকে পোড়াবার অগ্নি কুণ্ডের প্রজ্জ্বলন।

কত মধুর সম্পর্ক গুলো আজ যাচ্ছে শুধু ভেঙ্গে,
ভুল-বোঝাবুঝি, স্বার্থপরতা, বিশ্বাসহীনতা খাচ্ছে খুবলে মনন আর মগজে,
তার উপর আছে তৃতীয় পক্ষের যথেচ্ছাচার ইন্ধন আর কঠিন দৃষ্টিপাত,
বিভাজিত হয়ে যায় সম্পর্কের সন্ধি, বিভাজিত হয় সন্তানদের পক্ষ-বিপক্ষ,
সন্তানেরাও কোনো না কোনো পক্ষ সমর্থনে, লিখিয়ে ফেলে নিজ নাম,
তবুও সম্পর্ক গুলো ভাঙ্গে, ভাঙ্গার উন্মাদনায় উন্মত্ত, অবিচল,
বড্ড অবেলা চলছে জীবন তরীর ভাঙ্গা হালের যাত্রাপথ।

বড্ড অবেলা আজ,
দেশ,বিদেশ,সমাজ সংসারে আজ লোভের লেলিহানে জ্বলে,
ন্যায় অন্যায় বিচার বিবেচনা হারিয়েছে ভাগাড়ে,
মুনাফা খোর আর ক্ষমতা লিপ্সার বিষদাঁত কেউটের ফণার মত উদ্যত ,
দংশনে দংশনে ঘায়েল করে সাধারণ আর সাধারণের জীবন,
সর্বক্ষেত্রে অনিয়ম আর অনিয়ম আর অনিয়মের বিজয় উল্লাস,
মিথ্যা সদাই পাচ্ছে ছাড়পত্র রাষ্ট্রের,,
পণ্য, চাকরি,স্বাস্থ্য, সেবা বা যে কোন খাতে,
একটাই ব্রত, সাধারণ নীরবে হত্যা করে বদ্ধভূমি বানাবে,
সাধারণ মরে দিনে দুপুরে, রাতে,ঘরে বাইরে সময়হীন সমান্তরালে ,
মুনাফা খোর আর ক্ষমতাবান জল্লাদেরা –
যে যার আসনে বসে থাকে বহাল তবিয়তে,
মাল্য আর নিষ্পাপ ফুল দিয়ে বরণ করে, তাদেরই কোনো স্ব-জাত।

আপনার মন্তব্য লিখুন