মো:ইব্রাহিম আলী (বড়াইগ্রাম)নাটোর:মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ‘বঙ্গবন্ধু চিরন্তন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় পৌর হল রুমে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, কাউন্সিলর শহীদুল ইসলাম, শরীফুন্নেছা শিরিন,
আতাউর রহমান মৃধা, মোস্তাফিজুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে পৌর পরিষদ।