বন্ধুত্বের আড়ালে
মোঃ বদরুল ইসলাম
ওপরে উঠতে গেলে অবলম্বন লাগে –
সাফল্য তখনই আসে যখন সিঁড়ি বেয়ে
তরতর করে পৌঁছে যান কাঙ্খিত গন্তব্যে।
প্রতিযোগী যারা – তারা আপনাকে ব্যবহার করে
ওপরে উঠতে চাইবে
এবং ব্যবহার শেষে ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে।
যারা সুখের দিনে আপনার ছায়াসঙ্গী ছিলো –
হাসিতে মুখ মেলাতো বসন্তের কোকিলের মতো,
বিপদের সময় পাশে খুৃৃঁজে পাওয়া যায়না এদের।
স্বার্থের ঠুলি পরা এ’সব মানুষকে চেনেন কি ?
এরা আপনার পাশে আছে বন্ধুত্বের মুখোশে,
মুখোমুখি বসলে এরা মিষ্টভাষী,গুণমুগ্ধ
আপনার প্রশংসায় পঞ্চমুখ,
সাবধান ! আড়ালে লুকিয়ে কুৎসা রটায় সমাজে,
শান্তিময় আকাশে বৈশাখী ঝড় তোলে
জীবনকে লণ্ডভণ্ড করে দিতে।
আপনার মন্তব্য লিখুন