বন্যের সভা
মহম্মদ মাহফুজ আলম
চলছে নদী এঁকেবেঁকে
সকল পাখি সভা ডেকে,
কিচিরমিচির গান।
চিল এসেছে নদী চরে,
কিনারাতে শিকার ধরে
করছে পানি পান।
টিয়াপাখির সবুজ শাড়ি,
ময়না-ঘুঘু দিচ্ছে পাড়ি;
নদী পারের ঝোঁক।
তাল মিলিয়ে ঢেউয়ের তালে
মাছরাঙাটা পাশের খালে,
মানায় বড় শোক।
ফিঙে-টুনি-বুলবুলিতে,
প্রজাপতি ফুল তুলিতে
ফুলের বনে যায়।
ভীমরুলের গুনগুনিতে
মৌমাছিরা চাক বুনিতে,
ফুলের মধু খায়।
শপলা-জবা-গেঁন্দা সারি,
উদাস গন্ধে দিচ্ছে মাড়ি
মাঠের উঠান খানি;
কাঠবিড়ালি লাফিয়ে চলে
গরু-মহিষ নামছে জলে,
দিচ্ছে হাত ছানি।
আপনার মন্তব্য লিখুন