বশেমুরবিপ্রবি প্রতিনিধি :রিশাদ হোসেন: গােপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জুন) বিকাল ৩টায় একাডমিক ভবনের ৫০১ নং কক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব।এসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলন।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব বলন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দলোন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ছয় দফা আন্দলোন না হলে এদেশের স্বাধীনতা আসতা না, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রধান ভিত্তি। তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে।
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিমুল ইসলাম প্রমুখ। আলাচনা সভা সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগর সহকারী অধ্যাপক মো: মজনুর রশিদ।