তিন মাসের এক শিশুকে বস্তায় জড়িয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এক অসহায় মা। তাকে প্রশ্ন করা হল কেন এত শীতের মধ্যেও এইভাবে ঘুরছেন? উত্তরে তিনি বললেন আমার গায়ে মোটা কম্বল, শীতের পোশাকও রয়েছে কিন্তু সন্তানের শরীরে কিছু দিতে পারিনি।
কারণ হিসেবে জানা যায়, গার্মেন্টস থেকে কাজ শেষ করে এসে বাসায় ভাত রান্না করছিলেন কুলসুমা বেগম। হঠাৎ করেই চিতকার শুনতে পান আগুন আগুন বলে। বাহিরে বের হয়ে দেখেন পাশের বাড়িতে আগুন।
অভাবের সংসারে খুব টানাটানি করে চলে জীবন। এতকিছুর পরেও খুব ভালই চলছিল জীবন। কিন্তু আগুনে পুরে ছাই হয়েছে সব।
তাই সবকিছু ছেড়ে আগুন থেকে নিজের সন্তানকে রক্ষা করতেই বস্তায় মুড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি। ভবিষ্যতে কি করবেন কোথায় থাকবেন কিছুই জানেন না তিনি।
আপনার মন্তব্য লিখুন