ঢাকাবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বাঁশি কারিগর ব্রজেন্দ্রর পাশে ‘সবার পাঠশালা’

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২১, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চানন রায়, নিজস্ব প্রতিবেদক।। ‘ সবার পাঠশালা ‘ এটি অলাভজনক সংগঠন। এর পাশাপাশি আত্মমানবতামূলক অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত দিচ্ছে। গত ১৭ এপ্রিল বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত ‘ থমকে গেছে বাঁশি তৈরির কারিগরদের জীবনযাত্রা ‘। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর টি নজর আসে স্বেচ্ছাসেবী সংগঠন “ সবার পাঠশালা “। বাঁশি কারিগর ব্রজেন্দ্রনাথ রায়ে বাড়ি নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের তরনীবাড়ি গ্রামের বাবুপাড়ায়। ” সবার পাঠশালা ” পণ্য সামগ্রী পৌছে দেয় তার বাড়িতে। পেয়ে ব্রজেন্দ্রনাথ রায় আবেগঘন কন্ঠে জানান, সবার পাঠশালা এই সহযোগিতা করি যে উপকার করিল এমার(তাদের) সবার মঙ্গল হউক। এখানে ব্রজেন্দ্র মতো আছে কয়েকটি পরিবার তাদেরও জীবন যাত্রা করুন। না পারছে পেশা বদলাতে আর না পারছে ছাড়তে। কারণ এ পেশায় তাদের ৩০-৩৫ বছর ধরে চালিয়ে যাচ্ছে। কিন্তু গত বছর থেকে করোনার জন্য মেলা না থাকায় আয়ের পথ বন্ধ হয়।

বৈশ্বিক মহামারি করোনাকালিন সময়ে দেশে যখন চলছে লকডাউন। খেটে খাওয়া মানুষ জন ঘরবন্ধি। আর মাহে রমজানের শুরু হতে অসহায় আত্মমানবতার স্বার্থে দুঃস্থ্য দারিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঘরে ঘরে প‍ৌছে দিচ্ছে পণ্য সামগ্রী উপহার। পণ্য সামগ্রী উপকরণ হলো চাল, ডাল,তেল, সাবান, আটা, আলু, চিনি, মুড়ি । এই প্রতিষ্ঠানটি মূলত একটি শিক্ষামূলক সংগঠন। তবে শিক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন,এসডিজি,সামাজিক ও মানবতার কার্যক্রম করে।

আপনার মন্তব্য লিখুন