করোনা ভ্যাকসিনের বিতরণ কার্যক্রম শুরু করার আগে প্রকল্পটি নিয়ে এ সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন মার্কিন টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লোই। বরিবার এ কথা জানান ট্রাম্প প্রশাসনের মার্কিন টিকা বিতরণ কার্যক্রমের এ প্রধান উপদেষ্টা। খবর রয়টার্সের।
মনসেফের সাথে এখনো সাক্ষাৎ হয়নি বাইডেনের। এর আগে ট্রাম্প প্রশাসনের টিকা বিতরণ পরিকল্পনার সমালোচনা করেছিলেন বাইডেন। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মনসেফ বলেন, আমরা সামনের দিকে আগাচ্ছি যাতে এ ব্যাপারে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হয়।
রাজ্যগুলোতে টিকা বিতরণে ট্রাম্প প্রশাসনের বিস্তারিত কোন পরিকল্পনা দেখছেন না বলে অভিযোগ করেছিলেন বাইডেন। বিতরণ কার্যক্রমকে ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া বলে মনে করেন হোয়াউট হাউসের জন্য অপেক্ষায় থাকা বাইডেন। তবে বিতরণ নিয়ে সরকারের পরিকল্পনা রাজ্যগুলোর সাস্থ্য সংস্থার কাছে থাকে বলে জানান মনসেফ।
সম্প্রতি দেশটিতে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আমেরিকায় এ পর্যন্ত ২ লাখ ৮১ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। ট্রাম্প এখনো পরাজয় মেনে না নেয়ায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়নি। এমন পরিস্থিতিতে বাইডেন টিমের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন মনসেফ।
উল্লেখ্য, এ সপ্তাহে বাইডেন টিমের স্বাস্থ্য টিমের নাম প্রকাশ করার কথা রয়েছে।