নারীর আত্মকর্মসংস্থানে প্রশিক্ষিত ১৫ জন নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন দিয়েছে বাগেরহাট গ্রীন লায়ন্স ক্লাব। এই সময়ে কভিড ১৯ প্রতিরোধে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপকরন দেয়া হয়।
১ ডিসেম্বর বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকশী। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, মুজাহিদ আহমেদ, সেক্রেটারি মনি মল্লিক, ট্রেজারার শিল্পি আক্তার, সদস্য কাজী আলী আশরাফ টিটো প্রমূখ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ এর জেলা গভর্নর মো: নজরুল ইসলাম শিকদার (পিএমজেএফ) এর সহায়তা এবং নির্দেশনায় লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন বাগেরহাট জেলা পর্যায়ে সকল কর্মসূচী আয়োজন ও বাস্তবায়ন করছে।