ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বামনডাঙ্গা রেললাইনে রাতের আঁধারে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৪, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের দলীয় অফিসে রাত দশটায় রেললাইনের ধারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ নিয়ে দলীয় প্রেমিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেল এ বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন। আপনাদের সুবিধার্থে তা হুবহু তুলে ধরা হল:

ঐতিহ্য,গৌরব,সংগ্রামে গাথা বামনডাঙ্গা আওয়ামীলীগ দলীয় পার্টি অফিসে কাল ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনে কোন প্রোগ্রাম নেই,কারো কোন মাথা বেথাও নেই,তারা কেক কেটেছেন চার নাম্বার রেল-লাইনের ধারে রাত্রি ১০টায়(সর্দারের চা দোকান সংলগ্ন)।।

সবার কাছে একটা প্রশ্ন থেকে যাই আসলে কি আবার পায়তারা শুরু হয়ে গেলো সেই অপশক্তির দলীয় কার্যক্রম বিহীন রাজনীতি এবং বামনডাঙ্গা সেই অপশক্তি জামাত-শিবির ৭১’ এর ঘাতক মাথা চেরে উঠেছে আমদের আবার আওয়ামীলীগ এর রাজনীতি নিঃশেষ করে দিবার নাকি সেইটা বোঝার অবকাশ আর বাকি থাকে না।।

যাইহোক অফিস মুখি রাজনীতি করেন চা এর দোকানের রাজনীতির কালচার টা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ্ আগামী দিনে আপনাদের হাত ধরেই আমাদের মমতাময়ী নেত্রী শেখ হাসিনা এবং সুন্দরগঞ্জের রাজনীতি আর ও বেগমান হবে।।✌️

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।।

ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেলের ভাইরাল সেই ফেসবুক পোস্ট এর স্কিন সর্ট

এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি শমেস উদ্দিন মন্ডল বাবু ইউনিয়নে ২ টি দলীয় অফিসকে দায় করে বলেন, আমরা হাসানগঞ্জে রাত ৮ টায় এবং বামনডাঙ্গায় রাত ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি৷ দলীয় কার্যালয় বাদ দিয়ে রেললাইনের ধারে চায়ের দোকানের পাশে কেন? এমন প্রশ্নের জবাবে শমেস উদ্দিন মন্ডল বাবু রেগে গিয়ে জানতে চান এ ঘটনায় কি হয়েছে? এক পর্যায়ে প্রতিবেদকের ওপর চটে গিয়ে বলেন,সাংবাদিকের পরিমাণ অনেক হয়েছে। যারা লেখার তারা লেখবে। যাদের করার তারা করবে!

এদিকে অভিযোগ আছে,হাতে গণা ৪/৫ জনকে সাথে নিয়ে রাতের আঁধারে চায়ের দোকানের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন শমেস উদ্দীন বাবু। দলীয় কার্যালয় বাদে রেললাইনের ধারে কেন? এসব নিয়ে মনোমালিন্য হলে অন্যান্য নেতাকর্মীরা কেক কাটার আগেই চলে যায়।

এ বিষয়ে জানতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজার মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায় নি।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবীদ বাবু তুষার কান্তি মন্ডল মুঠোফোনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন৷

আপনার মন্তব্য লিখুন