স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাথরুমে থাকা বালতির পানিতে পরে মোছা: রশনী আক্তার নামে দেড় বছরের এক অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এ ঘটনা ঘটে। রশনী আক্তার ওই গ্রামের মোঃ এমদাদুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে বাবা ইমদাদুল হক কৃষি কাজ করতে জন্য মাঠে যান। মা তানিয়া বেগম শিশু রশনী ও তার চার বছরের মেয়ে মিতুকে নিয়ে বাড়িতেই ছিলেন। বাড়ির উঠানে খেলা করছিলেন রশনী। সংসারের নানান কাজে ব্যস্ত ছিলেন মা তানিয়া। দুপুরে তানিয়া হঠাৎ রশনীকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে বাথরুমে থাকা বালতির মধ্যে রশনীকে পরে থাকতে দেখে ও মৃত অবস্থায় উদ্ধার করে।
রশনীর চাচা আব্দুস সাত্তার জানান, রশনী তার ছোট ভাই ইমদাদুলের মেয়ে। সকালে তার ভাইসহ তারা কৃষি কাজে মাঠে চলে যান। দুপুরে ফোনের মাধ্যমে রশনীর মৃত্যুর সংবাদ জানতে পেরে বাড়িতে ফিরে আসেন। পরে জানতে পারেন খেলাধুলার এক পর্যায়ে বাথরুমে থাকা পানির বালতিতে পরে মৃত্যু হয় রশনীর। রশনী সবেমাত্র হামাগুরি দিতে শিখেছে বলেও মন্তব্য করেন তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে তিনি অবগত হননি। তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।