স্টাফ রিপোর্টারঃ আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তাহলে তিনি ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করবেন। নির্বাচনে জনগণ নৌকায় ভোট না দিলে সেটি ‘জাতির জন্য বেইমানি’ হবে বলে মনে করেন তিনি। শনিবার (২৭ মে) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে নারীদের নিয়ে এক উঠান বৈঠকে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, ‘আমার কোনো সহায় সম্বল নাই, ব্যাংকে কোনো টাকাপয়সা নাই। এ দেশে স্বাধীনতার পক্ষের শক্তি, যাঁরা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, তাঁদের মনের আশা, ৩০ লক্ষ শহীদের আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে। আত্মারা যদি আপনাদের কাছে দাবি করে, নৌকায় ভোট দেওয়ার জন্য, যদি আপনারা নৌকায় ভোট না দেন, তাহলে জাতির জন্য বেইমানি হবে। তাই আপনাদের কাছে দাবি করব, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেন, যাতে এ দেশে রাজাকার আলবদরেরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে।’
‘তারাই যদি আবার ক্ষমতায় আসে, তাহলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি শুনতে পারি নৌকা হেরে গিয়েছে, ক্ষমতায় এসেছে খালেদা জিয়া, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। কারণ, এ বেঁচে থাকার আর মূল্য নাই।’