স্পোর্টস ডেস্ক
মাঠে গড়াচ্ছে টোকিও অলিম্পিক পুরুষ ফুটবম্যাচ। বৃহস্পতিবার (২২ জুলাই) আলাদা ম্যাচে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।
‘এ’ গ্রুপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে মেক্সিকোর বিপক্ষে। দুপুর দুইটায় ম্যাচটি গড়াবে আজিনোমোটো স্টেডিয়ামে।
অন্যদিকে বিকেলে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাপ্পোরো ডোম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৪টা ৩০ মিনিটে।
এছাড়া ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫টা ৩০ মিনিটে ‘ডি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল লড়বে জার্মানির বিপক্ষে।
ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে সনি লিভ চ্যানেলে।
নিয়ম অনুযায়ী অলিম্পিকের দলে ২৩ বছরের বেশি ফুটবলারের সংখ্যা হতে পারে সর্বাধিক ৩। এবারের ব্রাজিল দলে রয়েছেন বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার দানি আলভেজ রয়েছেন।
টোকিও অলিম্পিক ফুটবলের ১৬ দল
‘এ’ গ্রুপ : জাপান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স।
‘বি’ গ্রুপ : নিউজিল্যান্ড, কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া।
‘সি’ গ্রুপ : মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া।
‘ডি’ গ্রুপ : ব্রাজিল, জার্মানি, আইভরিকোস্ট, সৌদি আরব।