পঞ্চানন রায়, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) নীলফামারী জেলা প্রতিনিধি নুরুল ইসলাম ( ৭২ ) আর নেই। আজ শুক্রবার ( ২৮ ) বেলা ১১ টার দিকে জেলা শহরের মাষ্টার পাড়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যু কালে তার স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান সহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।
বাদ আছর কোট মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে নীলফামারীর ডাক বাংলো কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েন, মাননীয় সংসদ সদস্য ১ ( ডোমার – ডিমলা ) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন কুমার রায়, সহসভাপতি জাকির হোসেন হিটলার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রিমুন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক পঞ্চানন রায়, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন সহ জেলার সকল সাংবাদিক বৃন্দ ও সকলস্তরের মানুষ।