বিনোদন প্রতিবেদক।। ক্রিকেটার নাসির, বিতর্কের আরেক নাম। বিতর্ক আর নাসির একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাবেক প্রেমিকা সুবাহ থেকে শুরু করে বর্তমান স্ত্রী তামিমা তাম্মি পর্যন্ত প্রতিটি ধাপে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।
এবার বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন নেট দুনিয়ার আলোচিত সুবাহ। যিনি ক্রিকেটার নাসির ইস্যুতে বেশ আলোচিত ছিলেন এক সময়। নিজের ফেসবুক লাইভে এসে সুবাহ বলেন, ‘নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো।’
১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ব্যাডবয়খ্যাত ক্রিকেটার নাসির। তার স্ত্রীর নাম তামিমা তাম্মি। ২০ ফেব্রুয়ারি জানা গেল নতুন খবর। আগে স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো হইচই শুরু হয়েছে।
বিষয়টি নজরে এসেছে নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহর। যে সুবাহও একসময় ফেসবুক লাইভে এসে নাসিরকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছিলেন। বর্তমানে সুবাহ বাংলা সিনেমার নায়িকা। নাসির চ্যাপ্টার ভুলে মন দিয়েছেন ক্যারিয়ারের দিকে। কিন্তু নাসির ইস্যু নতুন করে মাথাচাড়া দেওয়ায় পুরনো স্মৃতি মনে পড়ে যায় সুবাহর।
রোববার (২১ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে আসেন সুবাহ। পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন তিনি। জানান, পরিবার নিয়ে পিকনিক করছেন তিনি। লাইভের শেষে নাসিরকে ইঙ্গিত করে বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন সুবাহ। বলেছেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন যাতে আপনাদের বউ এদিক সেদিক ভাইগা টাইগা না যায়।’