কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিরল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। বিরল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুরজিত কুমার বাবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেলের নেতৃত্ব গতকাল ৭ ডিসেম্বর ২০২০ ইং বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সাধারন সম্পাদক বাবু রমাকান্ত রায়। তার বক্তব্যে তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান। আর কখনো এমন বাঙ্গালী জন্ম নিবে না, যার নেতৃতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরাম গন আজ ধর্মের কথা বলেন, ৭১ সালে কোথায় ছিলেন। ৭১এ আপনাদের ভূমিকা ছিল লজ্জাস্বকর।। বঙ্গ বন্ধু মানবতার নেতা ছিলেন ৭১ সালে স্বাধীনতার পর আপনাদের বিচার করেন নাই। ক্ষমা করেছিলেন কিন্তু আজ তার পরিনাম হচ্ছে আজকের কর্মকান্ড।
যারা অতিরিক্ত অন্যায় করেছে বিচার হয়েছে, আপনাদেরও বিচার হবে। তিনি আরও বলেন কুষ্টিয়ার ঘটনায় যারা গ্রেফতার হয়েছে শুধু তারাই নয় অসংখ্য মৌলবাদ, জঙ্গি বাদী ও সন্ত্রাস বাদী এই বাংলার মাটিতে আছে আর তত দিন বিরল উপজেলা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী সেচ্ছাসেবক লীগ আন্দোলন চালিয়ে যাবে।